মজায় মজায় ইংলিশ গ্রামার।
English grammar কে সহজে বোঝানোর জন্য এখানে কিছু উদাহরণ দেওয় হয়েছে। এবং ভাল ভাবে বুজিয়ে দেওয়া হয়েছে।
এখন দেখ,
1. At, in এর ব্যবহার : আমার ব্যাচের student দের জিজ্ঞেস করছি, মনে করো, তোমার প্রেমিকা সন্ধ্যা ৭ টার সময় ডেটিং এর জন্য তোমাকে রেস্টুরেন্টে ডেকেছে। তাহলে আমি বললাম, My girlfriend will come to the restaurant ____ 7 o’clock _____ evening.
যেহেতু ঘড়িতে ৭ টা হচ্ছে ছোট সময় তাইই তার পূর্বে at এবং সন্ধ্যা হলো বড় সময়, তার পূর্বে in বসবে।
স্থান (place) এর ক্ষেত্রেও তাই। ধরো, তোমার প্রেমিকা রাজশাহীর শালবাগানে থাকে। শালবাগান ছোট place , রাজশাহী বড় place. তাহলে হবে-
My girlfriend lives at Shalbagan in Rajshahi.
2. on, over এর ব্যবহার : এটি অনেকেই বোঝেনা। সহজে বোঝালাম।
মনে করো, তুমি তোমার girlfriend এর সঙ্গে রোমান্স করছ। সে লাগালাগি অবস্থায় তোমার ওপর শুয়ে আছে। তখন হবে –
My girlfriend is lying on me.
অর্থাৎ যদি কোন কিছু একটি আরেকটির ওপরে লাগালাগি অবস্থায় থাকে, তাহলে যার ওপর লাগালাগি থাকবে তার পূর্বে on হবে।
কিন্তু তুমি তোমার বাসার নিচতলায় থাকো, তোমার প্রেমিকা থাকে দোতলায়। এ ক্ষেত্রেও সে তোমার ওপরে। কিন্তু সে কি তোমার সঙ্গে লাগালাগি অবস্থায় আছে? না কিছুটা ব্যবধান আছে। সুতরাং তখন preposition হবে The position of my girlfriend is over my floor.
3. Beside, Besides : Beside অর্থ পাশে, besides অর্থ এ ছাড়াও। মনে করো, তুমি তোমার girlfriend এর পাশে বসে আছো। তখন হবে –
I am sitting beside my girlfriend.
আর যদি তুমি প্রতারক হও, তুমি তোমার বন্ধুদের বলবে – আমার শুধু একটা না, এ ছাড়াও আমার অনেক প্রেমিকা আছে।
অর্থাৎ I have more girlfriends besides this one.
4. Between, among: এটিও অনেক মজার। মনে করো, তুমি single. তোমার কোন প্রেমিকা নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটছ, তোমার চোখে পড়ল দুইজন মেয়ে তাদের প্রেমিক এর জন্য অপক্ষা করছে। কিন্তু তাদের দুজনার প্রেমিকই তাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে। তোমার ইইচ্ছে করছে দুজনের সঙ্গেই প্রেম করতে। তখন তুমি কি বলবা তাদের?
I will devide my love between two girls.
এখন, যে মেয়েটি ছেঁকা খেয়ছে, সে জানতে পারল, তার প্রেমিক একটা লুচ্চা। সে অনেক গুলো মেয়ের মধ্যে তার ভালবাসা বিলিয়ে বেড়াচ্ছে। তখন preposition কি হবে?
My ex friend devides his love among many girls. অর্থাৎ, যেহেতু তার সাবেক প্রেমিক তার অনেক (দুয়ের অধিক) প্রেমিকার মধ্যে প্রেম বন্টন করছে, সে কারণে এখানে হলো among.
5. By, with: যে করে (ব্যক্তি) তার পূর্বে by, যা দিয়ে (বস্তু) করা হয় তার পূর্বে with. এক ছাত্রী কে বললাম ধরো তোমার BF তোমারে গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করেছে। তখন কি হবে?
I was proposed by my boyfriend with a rose.
এখানে boyfriend ব্যক্তি হবার ফলে তার পূর্বে by কিন্তু rose বস্তু হবার ফলে তার পূর্বে with হবে।
6. On, in: এই নিয়ম টি অনেকেই বোঝেনা। ধরুন, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে ছোট ছোট ঘাসের ওপর বসে আছেন। দুজনকেই দেখা যাচ্ছে।
I’m sitting ___ the grass with my girlfriend.
ঘাসের ওপরে বসে থাকার কারণে preposition হবে on.
এবার, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে নদির ধারে এমন ঘাসের ওপর বসে আছেন যেগুলো অনেক বড় বড়। আর ভিতর প্রেমিক প্রেমিকা বসে বাদাম খায় নাকি অন্য কিছু খায় তা দেখা যায় না। অর্থাৎ, ঘাসের ভিতরে বসে আছেন।
এখানে preposition হবে in.
এখন দেখ,
1. At, in এর ব্যবহার : আমার ব্যাচের student দের জিজ্ঞেস করছি, মনে করো, তোমার প্রেমিকা সন্ধ্যা ৭ টার সময় ডেটিং এর জন্য তোমাকে রেস্টুরেন্টে ডেকেছে। তাহলে আমি বললাম, My girlfriend will come to the restaurant ____ 7 o’clock _____ evening.
যেহেতু ঘড়িতে ৭ টা হচ্ছে ছোট সময় তাইই তার পূর্বে at এবং সন্ধ্যা হলো বড় সময়, তার পূর্বে in বসবে।
স্থান (place) এর ক্ষেত্রেও তাই। ধরো, তোমার প্রেমিকা রাজশাহীর শালবাগানে থাকে। শালবাগান ছোট place , রাজশাহী বড় place. তাহলে হবে-
My girlfriend lives at Shalbagan in Rajshahi.
2. on, over এর ব্যবহার : এটি অনেকেই বোঝেনা। সহজে বোঝালাম।
মনে করো, তুমি তোমার girlfriend এর সঙ্গে রোমান্স করছ। সে লাগালাগি অবস্থায় তোমার ওপর শুয়ে আছে। তখন হবে –
My girlfriend is lying on me.
অর্থাৎ যদি কোন কিছু একটি আরেকটির ওপরে লাগালাগি অবস্থায় থাকে, তাহলে যার ওপর লাগালাগি থাকবে তার পূর্বে on হবে।
3. Beside, Besides : Beside অর্থ পাশে, besides অর্থ এ ছাড়াও। মনে করো, তুমি তোমার girlfriend এর পাশে বসে আছো। তখন হবে –
I am sitting beside my girlfriend.
আর যদি তুমি প্রতারক হও, তুমি তোমার বন্ধুদের বলবে – আমার শুধু একটা না, এ ছাড়াও আমার অনেক প্রেমিকা আছে।
অর্থাৎ I have more girlfriends besides this one.
4. Between, among: এটিও অনেক মজার। মনে করো, তুমি single. তোমার কোন প্রেমিকা নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটছ, তোমার চোখে পড়ল দুইজন মেয়ে তাদের প্রেমিক এর জন্য অপক্ষা করছে। কিন্তু তাদের দুজনার প্রেমিকই তাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে। তোমার ইইচ্ছে করছে দুজনের সঙ্গেই প্রেম করতে। তখন তুমি কি বলবা তাদের?
I will devide my love between two girls.
এখন, যে মেয়েটি ছেঁকা খেয়ছে, সে জানতে পারল, তার প্রেমিক একটা লুচ্চা। সে অনেক গুলো মেয়ের মধ্যে তার ভালবাসা বিলিয়ে বেড়াচ্ছে। তখন preposition কি হবে?
My ex friend devides his love among many girls. অর্থাৎ, যেহেতু তার সাবেক প্রেমিক তার অনেক (দুয়ের অধিক) প্রেমিকার মধ্যে প্রেম বন্টন করছে, সে কারণে এখানে হলো among.
5. By, with: যে করে (ব্যক্তি) তার পূর্বে by, যা দিয়ে (বস্তু) করা হয় তার পূর্বে with. এক ছাত্রী কে বললাম ধরো তোমার BF তোমারে গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করেছে। তখন কি হবে?
I was proposed by my boyfriend with a rose.
এখানে boyfriend ব্যক্তি হবার ফলে তার পূর্বে by কিন্তু rose বস্তু হবার ফলে তার পূর্বে with হবে।
6. On, in: এই নিয়ম টি অনেকেই বোঝেনা। ধরুন, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে ছোট ছোট ঘাসের ওপর বসে আছেন। দুজনকেই দেখা যাচ্ছে।
I’m sitting ___ the grass with my girlfriend.
ঘাসের ওপরে বসে থাকার কারণে preposition হবে on.
এবার, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে নদির ধারে এমন ঘাসের ওপর বসে আছেন যেগুলো অনেক বড় বড়। আর ভিতর প্রেমিক প্রেমিকা বসে বাদাম খায় নাকি অন্য কিছু খায় তা দেখা যায় না। অর্থাৎ, ঘাসের ভিতরে বসে আছেন।
এখানে preposition হবে in.
No comments