English Grammar [Gender n Number]
Gender:
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।
Types of Gender:
Gender সাধারনত চার প্রকার।
Masculine Gender ( পুং লিঙ্গ)
Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
Neuter Gender (ক্লীব লিঙ্গ)
Common Gender (উভয় লিঙ্গ)
Masculine Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine
Gender বলে। যেমন – Man,
Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।
Feminine Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine
Gender বলে। যেমন – Woman,
Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।
Neuter Gender:
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book,
Pen, Table, ইত্যাদি।
Common Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে। যেমন – Baby,
Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।
Number:
Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়।Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।:
Number সাধারনত দুই প্রকার। যথা –
Singular number
Plural number
Singular Number:
যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular
number বা একবচন বলে।
Example:- Book,
Brother, Cow, Tree, etc.
Plural number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural
number বা বহুবচন বলে।
Example:- Books,
Brothers, Cows, Trees, etc.
No comments