Header Ads

এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য 'রেইনক‌োট' সম্পর্কে ২০ টি তথ্য জেনে নাও...


বিষয়: বাংলা,
আজকের টপিক :
#রেইনক‌োট
আখতারুজ্জামান ইলিয়াস

. রেইনকোট গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।পরে এটি 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭)গ্রন্থে সংকলিত হয়।
. বৃষ্টি মঙ্গলবারে শুরু হয়।
. রেইনকোট গল্পের প্রেক্ষাপট - ১৯৭১।
. কলেজের উর্দুর প্রফেসর - আকবর সাজিদ।
. "আগে বাঢ়ো" উক্তটি - মিলিটারির ।
. মিন্টু - লেখকের শ্যালক।
. রেইনকোট গল্পে হেমন্ত ৠতুর উল্লেখ আছে।
. মিলিটারি ক্যাম্প - কলেজের জিমন্যাশিয়ামে।
. ইসহাক বাংলা বলা ছেড়েছেন - এপ্রিলের শুরু থেকে।
১০. লেখক বাড়ি পাল্টেছেন - ৪ বার ।
১১. গল্পের কথক - নুরুল হুদা।
১২. নুরুল হুদার মেয়ের বয়স -আড়াই বছর
ছেলের বয়স - পাঁচ বছর।
১৩. দোকানদার ছেলেটি বাচাল টাইপের।
১৪. নুরুল হুদা নিউমার্কেটে বাস থেকে নেমে যায়।
১৫. মোট দশটি আলমারি আনা হয়েছিল।
১৬. নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার ছিলেন।
১৭. মিসক্রিয়েন্টরা কলেজে কুলির বেশে ঢুকেছিল।
১৮. নুরুল হুদা কে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়।
১৯. 'চিলেকোঠার সেপাই' 'খেয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াসের দুটি উপন্যাস।
২০. তিনি ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন।

No comments

Powered by Blogger.