Header Ads

Bangla 1st Paper [ SSC ] [For practise]


বাংলা
সময়ঃ ২ ঘণ্টা                                                                                                                পূর্ণমানঃ ৬০
১. নিমতলী গ্রামের যুবক রহিম, কামাল, জামাল তারা দিন রাত কাজ করে যাচ্ছে একটি অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। এজন্য তাদেরকে যেমন শারিরিক নির্যাতনের স্বীকার হতে হয়েছে, তেমনি হতে হয়েছে চরমভাবে অপমানিত। তবুও তারা তেমে থাকেনি। তারা তাদের প্রত্যয়ে ছিল দৃঢ়প্রতিজ্ঞ।
ক. তাইয়েফের অবস্থান কোথায়?
খ. 'মদিনায় আঁধার ঘনাইয়া আসিল'- কেন?
গ. উদ্দীপকের যুবকদের নির্যাতনের বিষয়টি 'মানুষ মুহাম্মদ (সঃ)' প্রবন্ধের কোন দিকটির ইঙ্গিত বহন করে?
ঘ. মহানবী হযরত মুহাম্মদ (সঃ) -এর আদর্শে অনুপ্রাণিত হয়েই উদ্দীপকের যুবকেরা অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে-বিশ্লেষণ কর।
২. আকবর হোসেন পৌর মেয়র। তিনি একজন জনদরদি নেতা। সমাজের নিচু তলার মানুষের সঙ্গে তার চলাফেরা বেশি। তিনি তাদের সুখ-দুঃখের সাথি। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্থা সংস্কার এবং নর্দমার পরিস্কারের কাজ করেন। তিনি বলেন, এরাই আমার আসল শক্তি।
ক. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়?
খ. লেখক 'ছোটলোক' সম্প্রদায় বলতে কী বুঝিয়েছেন।
গ. উদ্দীপকে 'উপেক্ষিত শক্তির উদ্ভোধন' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. "এরাই আমার আসল শক্তি।" উদ্দীপকের আকবর হোসেনের এই উক্তিটি 'উপেক্ষিত শক্তির উদ্ভোধন' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
৩. একান্নবর্তী পরিবারের বড় বউ রিজিয়া বিধবা। একমাত্র মেয়েটি ছোটকালে পুকুরে ডুবে মারা গেছে। সবাইকে আপন করে সে শ্বশুরবাড়িতেই রয়েই যায়। যার যা কিছু প্রয়োজন রিজিয়া ছাড়া হয় না। তবে তার শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে কারও কোনো মাথা ব্যথা নেই। শুধু ছোট দেবর রতন ভাবীর খোঁজখবর নিত। কিন্তু চাকরীর কারণে রতনও শহরে চলে যায়। আর রিজিয়ার দুঃখ বাড়ে।
ক. বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
খ. হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো।- লোকটি কে এবং কেন এসছিল?
গ. উদ্দীপকের রিজিয়ার সাথে 'নিমগাছ' গল্পের যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা তুলে ধর।
ঘ. রতন শহরে চলে গেলে রিজিয়ার দুঃখ বাড়ে।- বক্তব্যটি 'নিমগাছ' গল্প অবলম্বনে বিশ্লেষণ কর।
৪.           কুমড়ো ফুলে ফুলে
              নুয়ে পড়েছে লতাটা
              সজনে ডাঁটায়
              ভরে গেছে গাছটা
              আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখছি
              খোকা তুই কবে আসবি?
              কবে ছুটি?
ক. 'পল্লিজননী' কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে?
খ. 'রহিম চাচার ঝাড়া' বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে 'পল্লিজননী' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? তার পরিচয় দাও।
ঘ. "উদ্দীপক এবং 'পল্লিজননী' কবিতার বিষয়বস্তু এক নয়"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
৫.         লতাগুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা আর
            মধুমতি নদীটির বুক থেকে বেদনাবিহবল
            ধ্বনি উঠে মেঘমালা ছুঁয়ে
            ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়
ক. অকালবার্ধক্যে নত কে?
খ. আমার অস্তিত্বে গাঁথা বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের ফুটে ওঠা চিত্রের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার চেতনাগত বৈসাদৃশ্যই বেশি- যুক্তিসহ বিশ্লেষণ কর।
৬.  পরের জায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই
আমি ত সেই ঘরের
মালিক নই।
ক. জীবনান্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন?
খ. এশিরিয়া ধুলো আজ-ব্যালিলন ছাই হয়ে গেছে। কেন?
গ. সেদিনো সেখিবে স্বপ্ন- বাক্যটির সাথে ঘরের মালিক না হবার সম্পর্ক দেখাও।
ঘ. জন্মিলে মরিতে হবে। কেন তবে এত আয়োজন? উদ্দীপক এবং 'সেইদিন এই মাঠ' কবিতালোকে লেখ।

No comments

Powered by Blogger.