৬ষ্ঠ শ্রেণি [ মডেল টেস্ট বিজ্ঞান ]
বিজ্ঞান
১. জুবায়ের বাজার থেকে এক প্যাকেট লবণ কিনল। নিয়ে আসার
সময় তা হাত থেকে পড়ে গিয়ে প্যাকেট ফেটে মাটিতে মিশে গেল। সে মাটিসহ লবণ কুড়িয়ে
বাসায় নিয়ে এল। কিন্তু সে লবণ খাবার উপযোগী থাকল না।
ক. মিশ্রণ কাকে বলে?
খ. পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন?
গ. জুবায়ের ময়লা মিশ্রিত লবণে অল্প পরিমাণ পানি দিলে লবণ
সম্পূর্ণ গলে না যাবার কারণ ব্যাখ্যা কর।
ঘ. জুবায়ের কিভাবে সম্পূর্ণ লবণ খাবার উপযোগী করল।
বর্ণনা কর।
|
|
|
A B C
ক. দ্রবের দ্রবণীয়তা কাকে বলে?
খ. তরল-গ্যাস দ্রবণ বলতে কী বোঝায়?
গ. A একটি
সমসত্ব মিশ্রণ-পরীক্ষার সাহায্যে প্রমাণ কর।
ঘ. B ও C এর
মধ্যে তুলনামূলক আলোচনা কর।
সমাজ
৩. রাহাত বাবা মায়ের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করে। তার
বাবা মা বাংলাদেশি। তবে রাহাত যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের উভয় দেশরই নাগরিক। যুক্তরাষ্ট্রে বসবাস করেও
বাংলাদেশের উন্নয়নের জন্য রাহাত কাজ করে
যাচ্ছে।
ক. দ্বিনাগরিক বলতে কী বোঝায়?
খ. অনুমোদন সূত্রে নাগরিক লাভের দুইটি শর্ত লিখ।
গ. রাফাত কিভাবে দুইটি দেশের নাগরিক? উদ্দীপকের আলোকে
বিশ্লেষণ কর।
ঘ. বাংলাদেশের নাগরিক হিসেবে রাহাত দেশের উন্নয়নে কী
ভূমিকা রাখতে পারে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
|
ক. কত বছর আগে নদী ও সমুদ্রের তীর প্রাচীণ নগররাষ্ট্র
গড়ে ওঠে?
খ.বিদেশিরা রাষ্ট্রে নাগরিক নয় কেন?
গ. ডায়াগ্রামে দেখানো উপাদানগুলোর সমন্বয়ে যে প্রতিষ্ঠান
গড়ে ওঠে তা কীভাবে জনগণের কল্যাণসাধন করে?
ঘ. উক্ত উপাদানগুলোর অপরিহার্যতা কোন সংগঠনের ক্ষেত্রে
প্রযোজ্য বলে তুমি মনে কর? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
বাংলা
৫. মিমোর চাচার বিয়ে। তাই বাবা রাজশাহী থেকে ট্যাক্সি
রিজার্ভ করে দাদার বাড়ি এসেছেন। পালকি করে তার চাচা বউ নিয়ে বাড়ি এলেন। অনেক কষ্টে
পালকি জোগাড় করতে পারলেন দাদা। তিনি বলেন, আমাদের দেশে পালকি এখন জাদুঘরে। কাঁচা রাস্তায় রিক্সা চলে গাড়িতেও যাওয়া যায়।
চাচ বলেন, একালে যোগাযোগের ব্যবস্থার সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। মুহূর্তের মধ্যে
এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া যায়।
ক. আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন?
খ. 'আলো-আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে।' পুরনো
কথা বলতে কী বোঝানো হয়েছে?
গ. মিমোর বাবার রাজশাহী থেকে ট্যাক্সিযোগে দাদা বাড়ি
যাওয়া 'কতকাল ধরে' প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. "একালে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বেশি উন্নতি
হয়েছে।"- মিমোর চাচার এ উক্তিটি যথার্থতা বিশ্লেষণ কর।
No comments