Header Ads

জাতি বিষয়ক যত প্রশ্ন

জাতি বিষয়ক যত প্রশ্ন

* বাঙালি জাতি গঠন কেমন ? – এরা শংকর বা মিশ্র জাতি।
সবপ্রথমবঙ্গ' নামের উলেখ কোথায় পাওয়া যায় ? – তরেয় আরণ্যক গ্রন্থে।
ও প্রাচীন আর কোন কোন গ্রন্থেকগ' কথাটির উল্লেখ পাওয়া গেছে ? - ঋক বেদ।
মহাভারত ও মৎস্যপুরান ।
ও কোন গ্রহ্নে'বঙ্গ' ও'বঙ্গাল’ উভয় শব্দের উলেখ আছে ? - 'তারকই ফিরােজ শাহি ।
ও বাংলা নামের উৎপত্তি সম্পর্কে প্রথম কোন গ্রন্থে চোখে পড়ে ? – আইন-ই আকবরী।
* 'বঙগাল’ শব্দ থেকে আকবরের কোন শব্দটি উৎপাত ? --- দুবা-বাওলা ।
ও বাংলার অখন্ড জনপদ সন্তাকে আর কোন নামে চিহ্নিত করা হয় ? - গৌড় ।
• বাংলাদেশের বািভন্ন জনপদ কোন কোন সময় পর্যন্ত বিডস্ক ছিল ? যিশু খ্রিস্টের
| জন্মের পর সাতশ বছর পর্যন্ত।
ও বাংলা ভাষা বিকাশের যুগে কোন প্রাকৃতের প্রভাব বিদ্যমান ছিল ?—শৌরসেনী প্রাকৃত।
• কোন ভাষাটি অপারবাৰ্তত সাহিত্যিক ভাষা ? – সংস্কৃত।
ও ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ পাওয়া যায় কোথায় ? - রামায়নে।
ও আইন - হ আকরি গ্রন্থের রচয়িতা কে ? – আবুল ফজল
০ মহাভারতে বলি রাজার দ্বিতীয় পুত্রের নাম কি দেয়া হয়েছে ?

No comments

Powered by Blogger.