General Science MCQ Answers Sheet (SSC Exam-2020)
Sub: General Science
Chittagong Board
উত্তরসমূহ :
১। একজনের দেহের ওজন ৮০ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার হলে, তার বিএমআই কত?
উত্তর: (গ) ২৪.৭ (পৃষ্ঠা-১৪)
২। ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
উত্তর: (ক) Ca(OCl)Cl
৩। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটারে অনুচক্রিকার পরিমাণ কত?
উত্তর: (গ) ৫০০০০-৪০০০০০ (পৃষ্ঠা-৬৫)
৪। সামুদ্রিক প্রবালের জীবন যাপনের জন্য উপযোগী তাপমাত্রা কত?
উত্তর: (খ) ২২C - ২৮C (পৃষ্ঠা-১৮৭)
৫। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়-
উত্তর: (ক) i ও ii (পৃষ্ঠা-৩০৮)
৬। মানবদেহে পারদের ক্ষতিকর প্রভাব-
উত্তর: (ঘ) i, ii ও iii
৭। তুহিনের বয়সের এ সময়কালকে কী বলা যেতে পারে?
উত্তর: (ক) বয়:সন্ধিকাল (পৃষ্ঠা-৮৯)
৮। তুহিনের এ পরিবর্তনের কারণ-
উত্তর: (ক) i ও ii (পৃষ্ঠা-৯০)
৯। নিচের কোনটি মিল্ক অব লাইন?
উত্তর: (ক) Ca(OH)2 (পৃষ্ঠা-১৫৮)
১০। একটি বস্তুর ৪০ কেজি। এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি/সে২। প্রযুক্তি বলের মান কত?
উত্তর: (ঘ) ৮০ নিউটন
হিসাব বিজ্ঞান এর বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা
১১। মৌমাছির হুলে কোনটি থাকে?
উত্তর: (ক) ফরমিক এসিড
১২। ছোট মাছ উপস্থিত ভিটামিনের অভাবে-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-৮)
১৩। রাজা-রাণীর পোশাক তৈরিতে কোন তন্তু ব্যবহার করা হয়?
উত্তর: (খ) রেশম (পৃষ্ঠা-১৩৪)
১৪। পৃথিবীতে প্রথম ক্লোন করা হয় কোন প্রাণীর?
উত্তর: (ক) ভেড়া (পৃষ্ঠা-২৪৩)
১৫। Z চিহ্নিত অংশের নাম কী?
উত্তর: (খ) লুমেন (পৃষ্ঠা-১৩৪)
১৬। উদ্দীপকের উল্লিখিত তন্তুটি-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-১৩৩ ও ১৩৪)
১৭। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
উত্তর: (খ) ৫১ (পৃষ্ঠা-১৭৮)
১৮। মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট?
উত্তর: (খ) ৪
১৯। HIV নিচের কোনটি আক্রমণ করে?
উত্তর: (খ) শ্বেত রক্ত কণিকা (পৃষ্ঠা-২৮)
Chemistry MCQ Answers Sheet
২০। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। ১২৫ মিলিগ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে?
উত্তর: (ক) ২৫ লিটার
২১। নিচের কোনটি নন-সেলুলোজিক কৃত্রিম তন্তু?
উত্তর: (ঘ) পলিপ্রোপিলিন
২২। উক্ত পদ্ধতিতে নির্দিষ্ট সময় পর পর কতবার ঔষধ প্রয়োগ করা হয়?
উত্তর: (খ) ৬ (পৃষ্ঠা-৩০৭)
২৩। উক্ত পদ্ধতিতে ঝুঁকি হলো-
উত্তর: (খ) i ও iii
২৪। ১ ঘন মিটার পানির ভর কত?
উত্তর: (গ) ১০০০ কেজি
২৫। জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-১০৭)
২৬। বর্তনীতে দৈনিক ৮ ঘন্টা করে বাতি জ্বালালে ১ মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
উত্তর: (গ) ৫২.৮
২৭। বর্তনীটির ক্ষেত্রে-
উত্তর: (ক) i ও ii
২৮। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে নিচের কোনটি?
উত্তর: (খ) স্পিকার (পৃষ্ঠা-২৭৫)
২৯। এক্সরে ব্যবহৃত হয়-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা-২৯৮)
৩০। পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস?
উত্তর: (ঘ) ভিটামিন-ই (পৃষ্ঠা-৮)।
Geography MCQ Answers Sheet
No comments