SSC Result-2020 জানতে পারবেন ঘরে বসেই।
ঘরে বসেই জানুন SSC রেজাল্ট ২০২০:
করোনা পরিস্থিতির কারণে এ বছর ঘরে বসেই পাওয়া যাবে এসএসসি রেজাল্ট। এর জন্য যেকোন মোবাইল থেকে SMS পাঠিয়ে প্রি-রেজিষ্ট্রেশন করতে হবে। প্রি-রেজিষ্ট্রেশন করা যাবে ১৮ মে থেকে রেজাল্ট পর্যন্ত। যারা রেজিষ্ট্রেশন করে রাখবে, রেজাল্ট প্রকাশ হলে তাদের মোবাইলে এসএমএস দিয়ে রেজাল্ট জানিয়ে দিবে শিক্ষাবোর্ডগুলো। মেসেজ চার্জ মাত্র ২.৫০ টাকা।
রেজিষ্ট্রেশন করার নিয়ম:
প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর লিখুন- SSC<একটা স্পেস দিন> আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <একটা স্পেস দিন> আপনার রোল নম্বর <একটা স্পেস দিন> 2020 এবং মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: আপনি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হন তাহলে মেসেজ অপশনে গিয়ে লিখুন- SSC (স্পেস) DHA (স্পেস) Roll (স্পেস) 2020 এবং মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিন।
ফিরতি মেসেজের মাধ্যমে আপনার রেজিষ্ট্রেশনটি সম্পন্ন হয়েছে জানিয়ে দিবে। এরপর ফলাফল প্রকাশ হলে আপনি আপনার রেজাল্ট মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।
বি:দ্র: একই মোবাইল নম্বর থেকে একাধিক ছাত্র/ছাত্রীর জন্য রেজিষ্ট্রেশন করা যাবে। বিষয়টি আপনার বন্ধুকেও জানিয়ে সহায়তা করুন।
No comments