Header Ads

Biology MCQ Solution | SSC Exam-2020

Biology MCQ Solution | SSC Exam-2020 
সেট-খ

উত্তরসমূহ :
১। কোনটির প্রাচীর ঘেষে প্রোটোপ্লাজম থাকে?
উত্তর: (ঘ) সীভনল (পৃষ্ঠা-৩২)
২। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি?

উত্তর: (গ) ফসফরাস (পৃষ্ঠা-৮৭)
৩। চিত্র-A কোষীয় অঙ্গাণুটির-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা-২৫-২৬)
৪। চিত্র-B অংশটি-
উত্তর: (ক) i ও ii (পৃষ্ঠা-১৪০)

৫। কোন খাবারে ক্যালরি মান বেশি হবে?
উত্তর: (ঘ) খিচুরি (পৃষ্ঠা-৯৩)
৬। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় কোনটি?
উত্তর: (ক) ঈস্ট (পৃষ্ঠা-৯)

৭। অ্যানেমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (গ) ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় (পৃষ্ঠা-১০)
৮। রাইবোসোম-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা-২৬)

৯। চিত্র M কোন ধরনের ক্রোমাটিডের মডেল?
উত্তর: (ক) মেটাসেন্ট্রিক (পৃষ্ঠা-৫৫)
১০। সালোকে সংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত?
উত্তর: (ক) 22 ডিগ্রি সেলসিয়াস-35 ডিগ্রি সেলসিয়াস (পৃষ্ঠা-৭২)

১১। জাকির এর বিএমআই কত?
উত্তর: (খ) ৩১.১ (পৃষ্ঠা-১০৬ অনুসারে)
১২। এ অবস্থায় জাকির-
উত্তর: (গ) ii ও iii (পৃষ্ঠা-১০৬ অনুসারে)

১৩। সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর: (ক) ভৌত (পৃষ্ঠা-১২৭)
১৪। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়?
উত্তর: (ঘ) গর্ভমুণ্ডে (পৃষ্ঠা-২৪০)

১৫। গর্ভাবস্থা কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে?
উত্তর: (গ) ৩৮-৪০ সপ্তাহ (পৃষ্ঠা-২৪৬)
১৬। অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি হতে পারে?
উত্তর: (খ) D (পৃষ্ঠা-১০১)

১৭। মিয়োসিস কোথায় ঘটে?
উত্তর: (ঘ) জেনারেটিভ কোষে (পৃষ্ঠা-২৩৯)
১৮। নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: (ক) ধান গাছ (উৎপাদক হিসেবে)

১৯। উকুন এবং মানুষের মধ্যে কোন ধরনের আন্ত:ক্রিয়া বিদ্যমান?
উত্তর: (খ) কমেনসেলিজম (পৃষ্ঠা-২৯৫)
২০। সুমনদের নার্সারিতে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা উৎপাদন হয়েছে একটি প্রক্রিয়া অবলম্বন করে। প্রক্রিয়াটি-
উত্তর: (খ) টিস্যু কালচার (পৃষ্ঠা-৩০৬)

২১। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
উত্তর: (ঘ) ইউরোক্রোম (পৃষ্ঠা-১৮০)
২২। অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ?
উত্তর: (খ) ক্যালসিয়াম (পৃষ্ঠা-১৯৯)

রসায়ন এমসিকিউ প্রশ্নের সমাধান দেখতে এখানে ক্লিক করো...

২৩। n + n --> 2n
ক্রমবর্ধমান (2n) থেকে অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনকারী অঙ্গটি-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-২৪৭)
২৪। "A" ও "B"-
উত্তর: (খ) i ও iii
২৫। C-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-২২১)।

সাধারণ বিজ্ঞান (বহুনির্বাচনি প্রশ্নের সমাধান)

No comments

Powered by Blogger.