Header Ads

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্নের উত্তরমালা-২০২০

চট্টগ্রাম বোর্ড
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সেট-খ
তারিখ: ২৭/০২/২০২০
উত্তরসমূহ :
১। ধলেশ্বরীর শাখা নদী কোনটি?
উত্তর: (গ) বুড়িগঙ্গা (পৃষ্ঠা-৭৫)
২। রাফিনের বেড়াতে যাওয়ার স্থানটিতে লোক বসতি কম হওয়ার কারণ-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-৬১)
৩। রাফিনেরা যে স্থানে বাস করে সে স্থানে লোক বসতি বেশি হওয়ায় কোনটির ওপর কিরূপ প্রভাব পড়ছে?
উত্তর: (ক) কৃৃষি জমির পরিমাণ কমছে (পৃষ্ঠা-৬২)
৪। তথ্য অধিকার আইনে তথ্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর: (ঘ) নোট শিটের প্রতিলিপি (পৃষ্ঠা-৯৬)
৫। ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলির মধ্যে পড়ে-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-১১১)
৬। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
উত্তর: (ক) মন্ত্রী (পৃষ্ঠা-১০৭)
৭। উদ্দীপকে বর্ণিত সভাপতি বাছাই কোন ধরনের নির্বাচনকে নির্দেশ করে?
উত্তর: (খ) পরোক্ষ নির্বাচন
৮। বাংলাদেশে এ ধরনের নির্বাচন দেখা যায়-
উত্তর: (গ) i ও iii
৯। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: (ঘ) ১৯৭৪ (পৃষ্ঠা-১৩০)
১০। ১৯৮০ সালে দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত?
উত্তর: (খ) কোপেনহেগে (পৃষ্ঠা-১৩২)
১১। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (ঘ) যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক (পৃষ্ঠা-১৪৯)
১২। অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুসারে ২০১২-২০১৩ সালে বাংলাদেশের মাথা পিছু আয় ছিল কত মার্কিন ডলার?
উত্তর: (ঘ) ৯২৩
১৩। ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটি?
উত্তর: (ক) লোহা ও ইস্পাত (পৃষ্ঠা-১৬৪)
১৪। উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করছে?
উত্তর: (ক) গ্রামীণ ব্যাংক (পৃষ্ঠা-১৯০)
১৫। উল্লিখিত প্রতিষ্ঠানটির সুবিধা হলো-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-১৯০)
১৬। কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর কাজটির সাথে সম্পর্কিত কোনটি?
উত্তর: (ক) বিভিন্ন ব্যাংকের লেনদেনের হিসাব (পৃষ্ঠা-১৯০)
১৭। ব্যাংকের আমানত সাধারণত কয় প্রকার?
উত্তর: (ক) তিন (পৃষ্ঠা-১৮৮)
১৮। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের?
উত্তর: (ক) দুই ধরনের (পৃষ্ঠা-১৯৬)
১৯। নারীরা পূর্বের তুলনায় সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কারণ হলো-
উত্তর: (গ) i ও iii (পৃষ্ঠা-২১২ ও ২১৩)
২০। রুবেল আলেয়াকে বিয়ের প্রলোভন দেখালে আলেয়া তাতে রাজি হয় না। এতে রুবেল এসিড নিক্ষেপ করলে আলেয়ার মুখমন্ডল ঝলসে যায়। এ কারণে রুবেলের কী ধরনের শাস্তি হতে পারে?
উত্তর: (খ) মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড (পৃষ্ঠা-২২২)
২১। সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি?
উত্তর: (খ) শিক্ষা (পৃষ্ঠা-২১১)
২২। ৭ই মার্চ, ১৯৭১ এর ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে?
উত্তর: (ঘ) স্বাধীনতা (পৃষ্ঠা-১৬)
২৩। বাংলাদেশের সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত কোনটি?
উত্তর: (ঘ) শিক্ষা (পৃষ্ঠা-১৮৬)
২৪। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর: (খ) জহির রায়হান (পৃষ্ঠা-৪)
২৫। ভাষা শহীদ শফিউর কত তারিখে শহিদ হন?
উত্তর: (খ) ২২ শে ফেব্রুয়ারি (পৃষ্ঠা-৪)
২৬। নীলীমা পটুয়াখালীতে বাস করে। সে ভূমিকম্পের কোন বলয়ে রয়েছে?
উত্তর: (গ) লঘু (পৃষ্ঠা-৭০)
২৭। ১৯৭২ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল?
উত্তর: (গ) ৭০ শতাংশ (পৃষ্ঠা-৩৫)
২৮। পৃথিবী তার কক্ষপথে পরিক্রমকালে ২২ ডিসেম্বর পৃথিবীর অবস্থা হবে-
উত্তর: (খ) ii ও iii (পৃষ্ঠা-৫১)
২৯। বাংলাদেশের জলবায়ু কেন?
উত্তর: (গ) মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন (পৃষ্ঠা-৬২)
৩০। A দেশের অভ্যন্তরে X শিল্প প্রতিষ্ঠানটিতে দেশি ও বিদেশি লোক দ্বারা উৎপাদন পরিচালিত হয়। এখানে কোন অর্থনৈতিক নির্দেশকটি ধারণার সাথে সম্পর্কিত?
উত্তর: (খ) মোট দেশজ উৎপাদন (পৃষ্ঠা-১৫৮)!
Chattogram Board MCQ Solution 2020
List:--->

Biology MCQ Solution 2020

Higher Math MCQ Solution 2020

Chemistry MCQ Solution 2020


No comments

Powered by Blogger.